Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সাংস্কৃতিক প্রশিক্ষণ বিভাগের সেবা :

নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত বিভাগে ৫ থেকে ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের সাংস্কৃতিক  প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণ ৩ বছর মেয়াদী সপ্তাহে ১দিন করে আলাদা আলাদা প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র :

সুবিধা বঞ্চিত ৬০ জন শিশুকে নিয়ে দুই জন শিক্ষকের মাধ্যমে প্রতিদিন একাডেমিক পাঠদান করা হয়। তাদের কছ থেকে কোন রকম অর্থ নেয়া হয় না। তাদের পোষাক,  শিক্ষা উপকরনসহ একাডেমী বহন করে। এছাড়া প্রতি সপ্তাহে একদিন শিশুদের মাঝে নাস্তা দেয়া হয়।

 

শিশু বিকাশ কেন্দ্র :

শিশু বিকাশ কেন্দ্রে বর্তমানে ১১৫ জন পথ শিশু রয়েছে। বয়রা মজিদ সরণিতে ৫ তলা ভবনের আবাসিক এলাকায় বসবাস করছে। এদের থাকা, খাওয়া ও পড়াশোনার সকল ব্যবস্থা সরকারী ভাবে করা হয়।

 

ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) :

ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) খুলনা জেলার কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। ১২-১৬ বছরের শিশুরা এর সদস্য হতে পারে। শিশুদের সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। নির্বাচিত শিশুরা এর কার্যক্রম পরিচালনা করে।